ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান বলেছেন, ফেঞ্চুগঞ্জের জটিল রোগে আক্রান্ত একজন কিশোরীর চিকিৎসায় আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন হৃদয়বানরা।
 

তৃতীয় শ্রেণীর কিশেরী নাজিরাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশ থেকে ৭ লক্ষ টাকার অর্থ সংগ্রহ করে দেন ‘হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অন লাইন গ্রুপ’।
 


বৃহস্পতিবার (১লা জুন) ফেঞ্চুগঞ্জে অসুস্থ শিক্ষার্থী নাজিরা বেগমের চিকিৎসায় নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন তিনি।
 

ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী ফেঞ্জুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমেদ রাজা।

ফেঞ্চুগঞ্জের তরুন ক্রীড়া সংগঠক মাজহারুল ইসলাম রাসেলের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন নবপ্রাণ আইডিয়াল স্কুলের পরিচালক শাহরিয়ার নাজিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দীন আতাহার।
 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা কাপ্তান হোসেন, সিলেটের সমাজসেবী আলী হাসান শাহীন, হৃদয়ে  ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অন লাইন গ্রুপের উপদেষ্টা শফিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান বাবু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।
 

বক্তব্য রাখেন- সমাজকর্মী সুহেলা আক্তার, শিক্ষক জুবেল আহমদ, শামীম আহমদ, জাহিদুর রহমান রিপন। অসুস্থ কিশোরীর চিকিৎসায় অর্থ সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়ায় হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের প্রতি ধন্যবাদ জানান অতিথিরা।


 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০৭