নগর থেকে মহানগরী হওয়ার পরে বর্ধিত ১৫ টি ওয়ার্ড নিয়ে এবার সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন হচ্ছে ৪২টি ওয়ার্ডে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। সিলেটে ভোট প্রাক্রিয়ার এবাই প্রথম তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 

সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের সিসিক নির্বাচনে মোট ৬ জন হিজড়া ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্যে এক জন ১২নং ওয়ার্ডের এবং পাঁচ জন ২৬নং ওয়ার্ডের বাসিন্দা।
 


১২নং ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১০ হাজর ৯৩৪ জন। যেখানে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩২ জন, নারী ভোটার ৫ হাজার ৩০১ জন এবং হিজড়া ১ জন।
 

আর ২৬নং ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৫ হাজর ৫০৬ জন। যেখানে পুরুষ ভোটার ৮ হাজার ৬৩২ জন, নারী ভোটার ৬ হাজার ৮৬৯ জন এবং হিজড়া ৫ জন।
 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মোট ৭ জন মেয়র ৩৬০ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) প্রার্থীর সংখ্যা ২৭৩ জন আর সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি।
 

৭ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল), স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) এবং মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি)।
 

২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন।


 


সিলেটভিউ২৪ডটকম /নাজাত /এসডি-১৭০