সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম’র পিতা কোম্পানীগঞ্জ থানা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক মো. নুরুল ইসলাম (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 


বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় বাড়ি থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা (৯ জুন) কোম্পানীগঞ্জ থানা সংলগ্ন উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

মৃত্যুকালে স্ত্রী, ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম মো. নুরুল ইসলাম। 

তিনি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপারগ্রামে আদি বাসিন্দা মৃত মোজাফফর আলীর তৃতীয় সন্তান। ব্যবসাসূত্রে আশির দশক থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে স্থায়ী হয়েছিলেন।

 

গত শুক্রবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসা শেষে সোমবার তিনি বাসায় ফেরেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৬