মৌলভীবাজারের জুড়ী থেকে বৃহস্পতিবার রাতে সুলতান আহমদ (১৪) নামে হাফিজি মাদরাসার এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
 

সে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের পল্লী চিকিৎসক মো. শামীম আহমদ-এর পুত্র।
 


নিখোঁজ সুলতান আহমদ-এর চাচা জুড়ী মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমদ জানান, সুলতান জামেয়া ইসলামীয়া, জুড়ীর হাফিজি শাখার ছাত্র। সে পবিত্র কোরআনের ১০ পারা হিফজ করেছে। গরমের কারণে মাদরাসা বন্ধ থাকায় সে ৩/৪ দিন থেকে বাড়িতে ছিল। বৃহস্পতিবার এশার নামাজ মসজিদে পড়ে সে আমার বাড়িতে যায়। রাত ৯টায় আমার বাড়ি থেকে ৩/৪ মিনিটের দুরত্বে তার বাসায় যাবার জন্য বেরিয়ে যায়। স্থানীয় কন্টিনালা মসজিদের নিকটে তার বাসা। রাত ৯টার কিছু পর স্থানীয়রা মসজিদের সামনে তাকে দেখেছেন। এরপর সে বাসায় ফিরে যায় নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায় নি।
 

এবিষয়ে সুলতানের বাবা মো. শামীম আহমদ জুড়ী থানায় সাধারণ ডায়রী (নং- ৩৬১, তারিখ- ০৯.৬.২০২৩) করেন।

 


 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১৯২