দীর্ঘকয়েক দিন ধরে তীব্র দাবদাহের পর মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় দিনের বেলায় সামন্য বেশি বৃষ্টি হয়েছে। এতে মানুষের মধ্যে ক্ষণিকের স্বস্তি দেখা দিয়েছে।
 

বৃহস্পতিব দুপুরে হাল্কা পরিমাণ বৃষ্টি সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসে। আবার রাতে বেলায় ভারী বেশি বৃষ্টি হয়েছে। প্রচন্ড গরম, সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়া মানুষ সামান্য বৃষ্টির পরশে স্বস্তি বোধ করলেও রাতের বেলায় বেশি বৃষ্টি হলেও কেননা গরমের আগ্রাসন এখনও রয়েছে।
 


এদিকে শুক্রবার দুপুরে রোধের তীব্রতা ও গরমের আগ্রাসনের কারণে পর্যটকরা বিভিন্ন হোটেল রিসোর্ট এর সুইমিংপুলে সাঁতরাচ্ছেন। বিকাল চারটার দিকে কিছুটা বৃষ্টি হলেও আবার রোধও দেখা দিয়েছে। সব মিলিয়ে মানুষের মাঝে বেশ স্বস্তি বিরাজ করছে।
 

সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, গরমের তীব্রতার কারণে জেলার ২০ হোটেল রিসোর্ট ঈদের পর থেকে তেমন টুরিষ্ট নেই।
 

মাধবীলতা রিসোর্টের পরিচালক মো. মনি বলেন, পর্যটক নেই। গরম বেশি থাকায় ঘুরতে চায় না ট্যুরিষ্টরা। কিছু ট্যুরিষ্ট আসলেও গরমের কারণে রুম থেকে বের হতে চাননি।
 

ঢাকার এক পর্যটক সহপরিবার নিয়ে বেড়াতে আসা সাখাওয়াত হোসেন বলেন, প্রচন্ড গরম। বাচ্চা কান্নাকাটি করছে বাহিরে গরমের তীব্রতা থাকায় সহ্য করতে পারছে না বাচ্চারা। যারফলে দুইদিনই হোটেলে রুমে বসে সময় পার করছি।

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৯৪