শুক্রবার (৪ আগস্ট) দেশে ফিরবেন। নানা ব্যস্ততার মধ্যদিয়ে পার করছেন যুক্তরাজ্যের সময়। সংক্ষিপ্ত সফরে দেখা হয়নি অনেক আত্মীয়-স্বজনের সাথে। কিন্তু দল ও দলীয় নেতাদের প্রতি তাঁর টান আর ভালোবাসা যে অনেক তা আবারও প্রমাণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত মিডল্যন্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেবুল চৌধুরীকে দেখতে যুক্তরাজ্য সময় ২ আগস্ট রাত ২টায় লন্ডন থেকে তার বাসায় ছুটে যান আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় এই আওয়ামী লীগ নেতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সিসিক মেয়র। 


আনোয়ারুজ্জামান চৌধুরী আসার খবর পেয়ে বার্মিংহাম আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী ছুটে আসেন অসুস্থ সেবুল চৌধুরী বাসায়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান সেবুল চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সবসময় তার পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।


সিলেটভিউ২৪ডটকম / শিপু / ডি.আর