বাহরাইন সরকার অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কমিউনিটির ব্যক্তি, ব্যবসায়ী মরহুম আবুল বাশার বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সালমানিয়া হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি গত ৫ জুলাই ব্রেইন স্ট্রোক করে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন।
মরহুম আবুল বাশারের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। তিনি দীর্ঘদিন থেকে স্বপরিবারে বাহরাইনে বসবাস করছিলেন।মরহুম আবুল বাশার বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি বাহরাইনের পক্ষ থেকে সভাপতি আসিফ আহমেদ ও সহ সভাপতি মাজহারুল হক নয়ন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর শোক ও সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-৬৭