সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ । সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই আমীর খসরু সংঙ্গীয় ফোর্সসহ উপজেলার কলাউড়া মার্কেটের ইকবালের দোকানের সামনের রাস্তার উপর থেকে ফারুক আহমদকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ইআ-১১