শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি ২ হাজার ২৫০ টাকা বৃ্দ্ধি করা হয়েছে। এতে এ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ও চূড়ান্ত এই দুই ধাপে ১৭ হাজার ২৫০ টাকা ভর্তি ফি দিতে হচ্ছে স্নাতক ভর্তিচ্ছুদের।
 

বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় নতুন করে ভর্তি ফি বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়েছে।
 


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
 

জানা যায়,  গুচ্ছভুক্ত শাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি ফি ছিল ৮হাজার ১০০ টাকা।
 

পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের আওতায় প্রাথমিক ভর্তি ফি নেওয়া হয় ৫হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে শাবিতে নেওয়া হয় ১০ হাজার টাকা।
 

এতে শাবিতে ভর্তি নিশ্চিত করতে ওই সেশনের শিক্ষার্থীদেরকে দিতে হয়েছে মোট ১৫হাজার টাকা।

সোমবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ভর্তি ফি আরও ২ হাজার ২৫০ টাকায় বাড়ানো হয়েছে।
 

এতে গুচ্ছের প্রাথমিকে ভর্তিতে ৫ হাজারসহ এবং নতুন করে আরও ২ হাজার ২৫০ টাকা বৃদ্ধি করায় শাবিতে ভর্তি ফি নিশ্চিতে একজন শিক্ষার্থীর ১৭ হাজার ২৫০ টাকা লাগবে।

তবে প্রাথমিকভাবে যেহেতু ৫হাজার দেওয়া হয়েছে। তাই শাবিতে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে ১২ হাজার ২৫০ টাকা দিতে হবে।


 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৭৩