দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষা গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়সমূহকে সনদ সর্বস্ব ও পরীক্ষানির্ভর শিক্ষাপদ্ধতি থেকে বের হয়ে সমস্যা সমাধান নির্ভর শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ও বিশ্বের জটিল সমস্যাসমূহের সমাধান করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর প্রযুক্তিসমূহকে ব্যবহার করতে হবে। এদিকটির উপর গুরুত্ব দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘আর স্ট্যাটিস্টিক্স’ এর উপর গবেষনা কর্মশালার আয়োজন করে।
সোমবার বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে দিনব্যাপি গবেষণা কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।
অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রিসোর্স পার্সন ড. মুন্সী নাসের ইবনে আফজাল, অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক নৌরুশ জাহান প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭৪