সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।
 

সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
 


সভায় নিজের বক্তব্যে নবাগত জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেন, আজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনারা সবাই জানেন সেই স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্মার্ট নাগরিক, আরেকটি হচ্ছে স্মার্ট গভর্মেন্ট। ‘স্মার্ট নাগরিক ও স্মার্ট গভর্মেন্ট’ এই দুটো কাজের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। স্মার্ট নাগরিক গঠনের দায়িত্ব আমাদের। আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ সকলেরই দায়িত্ব স্মার্ট নাগরিক গঠনের। একদম সরাসরি শিক্ষার্থীদেরকে স্মার্ট বাংলাদেশের সাথে পরিচয় করাতে হবে। স্মার্ট বাংলাদেশের কি কি পরিকল্পনা আমরা গ্রহণ করা হয়েছে, সেটা কিভাবে আমরা গড়ে তুলতে পারি, সেগুলো তাদের মধ্যে প্রচার-প্রচারণা করতে হবে। সাথে সাথে স্মার্ট গভর্মেন্ট; ডিজিটাল সেবা নাগরিকদের মধ্যে পৌঁছানো, সে দায়িত্বটাও আমাদের। এগুলোর জন্যে আমরা প্রস্তুত হবো।’
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার আব্দুুল হামিদ, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ সিকদার, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
 

এসময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, প্রাথমিক সদস্য শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি কামাল মুন্না প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭৬