আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধাপে সিলেটের চার জেলার ২ হাজার ২৮৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।


সিলেট জেলা প্রশাসন সূত্র জানিয়েছে- ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আজ সিলেট জেলায়  ৫৫৬টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৭৫, বালাগঞ্জে ৪৬, বিয়ানীবাজারে ১৮, বিশ্বনাথে ৭১, কোম্পানীগঞ্জে ১৫, গোলাপগঞ্জে ৮৮, জকিগঞ্জে  ৩০ এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি ঘর। 

এছাড়া জেলার বিশ্বনাথ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে বিশেষ বরাদ্দের ৪১টি ঘর। 

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর প্রদানের মাধ্যমে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় কোনো ভূমি ও গৃহহীন নেই। তাই এসব উপজেলাকে আজ ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে সিলেট জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৩১৩১টি গৃহ হস্তান্তর করা হয়। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৪৪টি, দক্ষিণ সুরমা উপজেলায় ১১৪টি, বিশ্বনাথ উপজেলায় ২৬৫টি, ওসমানীনগর উপজেলায় ৪০৮টি, বালাগঞ্জ উপজেলায় ৩৬৩ টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৩০টি, গোলাপগঞ্জ উপজেলায় ২০০টি, জকিগঞ্জ উপজেলায় ১৩০টি, কানাইঘাট উপজেলায় ১৯৩টি, গোয়াইঘাট উপজেলায় ৫০০টি, জৈন্তাপুর উপজেলায় ৩৩০টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫০টি ও বিয়ানীবাজার উপজেলায় ১০৪ টি। 

২য় পর্যায়ে বরাদ্দকৃত ১১৫ টি গৃহের মধ্যে কানাইঘাট উপজেলায় ৭৫টি এবং গোয়াইনঘাট উপজেলায় ৪০টি ঘর প্রদান করা হয়।

৩য় পর্যায়ে বরাদ্দকৃত ১১৫৮ টি ঘরের মধ্যে সিলেট সদর উপজেলায় ৮৬ টি, দক্ষিণ সুরমা উপজেলায় ৪১ টি, ওসমানীনগর উপজেলায় ১০ টি, বিশ্বনাথ উপজেলায় ৩৩টি, বালাগঞ্জ উপজেলায় ৭২টি, বিয়ানীবাজার উপজেলায় ১২০টি, গোলাপগঞ্জ উপজেলায় ৫০টি, গোয়াইনঘাট উপজেলায় ৩৫২ টি, জৈন্তাপুর উপজেলায় ১২০টি, জকিগঞ্জ উপজেলায় ৯১টি, কানাইঘাট উপজেলায় ৮৪টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৮টি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪১টি গৃহ প্রদান করা হয়।

৪র্থ পর্যায়ের প্রথম ধাপে বরাদ্দকৃত ৯৫৫টি গৃহের মধ্যে সিলেট সদর উপজেলায় ২১৯ টি, দক্ষিণ সুরমা উপজেলায় ০৩টি, ওসমানীনগর উপজেলায় ৩০টি, বিশ্বনাথ উপজেলায় ৭৩টি, বালাগঞ্জ উপজেলায় ১২৬টি, বিয়ানীবাজার উপজেলায় ৬৩টি, গোলাপগঞ্জ উপজেলায় ১২০টি, গোয়াইনঘাট উপজেলায় ২০৬টি, জৈন্তাপুর উপজেলায় ১৫টি, জকিগঞ্জ উপজেলায় ৩০ টি, কানাইঘাট উপজেলায় ১৮টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৪০টি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১২টি গৃহের বরাদ্দ প্রদান করা হয়।

গত ২২ মার্চ ওই ৯৫৫টি ঘর হস্তান্তর করার সময় প্রধানমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম