হবিগঞ্জের আজমিরীগঞ্জে আজমিরীগঞ্জ-পাহাড়পুর ভায়া বদলপুর সড়কের খৈয়ারঢালা (স্যুইচগেট) নামক স্থানে কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের চারমাস পেরুতে না পেরুতেই বৃষ্টিতে সড়কটিতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে যেকোন সময় সড়কটি বিচ্ছিন্ন হবার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। 


উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুত্রে জানা যায় গত বছরের জুনে বন্যার শুরুতেই প্রবল পানির ¯্রােতে খৈয়ারঢালা (স্যুইচগেট) অংশটি ভেঙ্গে যায়। বন্যার পানি নেমে যাবার পর ২০২২-২৩ অর্থবছরে দরপত্র আহবানের মাধ্যমে ১ কোটি  ২ লক্ষ টাকা ব্যায়ে ৪৫০ মিটার সংস্কারের কাজটি পায় মোখলেছ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের মার্চের শেষের দিকে কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সংস্কার কাজ শেষের মাত্র চার মাসের মাথায় গত কয়দিনের বৃষ্টিতে রাস্তার একপাশে ধ্বস নেমে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। 



স্থানীয়রা জানান, মাত্র চরমাস আগে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই সড়কটি। কিন্তু কি মানের কাজ করা হয়েছে মাত্র তিন চার দিনের হালকা বৃষ্টিতেই সড়কটির ধ্বস নেমে গেছে। মাটি ভরাট করে রাস্তা ভরাটের কথা কিন্তু আমরা দেখেছি নদী থেকে ড্রেজার দিয়ে পুরো কাজে বালু ব্যাবহার করা হয়েছে। যার কারনে এখন বৃষ্টিতে রাস্তার ধ্বসের সৃষ্টি হয়েছে। 
পিরোজপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, রাস্তাটি ভেঙ্গে বিচ্ছিন্ন হলে হাজারো মানুষ চলাচলে দুর্ভোগে পড়বে। 


ইজিবাইক চালক সাগর মিয়া বলেন, রাস্তাটি মাত্র ক'মাস আগে সংস্কার করা হয়েছে। এখন সামান্য বৃষ্টিতেই সড়কটির এই অবস্থা। কাজের মান ভাল হলে এমনটি হত না। 


উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী জাফর আহমেদ বলেন, মোখলেছ এন্টারপ্রাইজের সিকিউরিটির অর্থ এখনো জমা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজটি পুনারায় মোখলেছ এন্টারপ্রাইজকে দিয়ে সংস্কার করানো হবে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করতে হবে না। 


উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্যাহ সিদ্দিকী অসুস্থ্য থাকায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/ইআ-০৩