পশ্চিমবঙ্গের সুন্দরবনে এবার বাঘের চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে একটি সুপার স্পেশালিটি পশু হাসপাতাল। পশ্চিমবঙ্গের জু অথরিটির তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে এই হাসপাতাল। এখানেই বাঘসহ অন্যান্য পশু ও প্রাণীর চিকিৎসা করা হবে আধুনিক চিকিৎসাপদ্ধতিতে।
এই হাসপাতাল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের ঝড়খালীতে। এই ঝড়খালীতেই রয়েছে পশ্চিমবঙ্গের ব্যাঘ্র পুনর্বাসনকেন্দ্র। এই কেন্দ্রে এখন ৩টি বাঘ ও ১১টি কুমির রয়েছে।
সুন্দরবনের এই হাসপাতালের নাম রাখা হয়েছে ‘টাইগার রেফারেল হাসপাতাল’। ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি এটি নির্মাণ করছে রাজ্য বন দপ্তরের সহযোগিতায়। ইতিমধ্যে অবশ্য এই হাসপাতালের মূল ভবনের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। এখন নির্মাণ চলছে বাকি ভবন ও চিকিৎসাকেন্দ্রের।
বন দপ্তর সূত্রে বলা হয়েছে, এই হাসপাতালে শুধু বাঘের চিকিৎসা নয়, অন্যান্য পশু ও প্রাণীর চিকিৎসা চলবে। রাজ্যের বাইরে থেকে পশু এলেও তার চিকিৎসা করা যাবে এই হাসপাতালে।
এই হাসপাতালে থাকবে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, হাইড্রলিক টেবিল, এক্স–রে, ইউএসজি, ইসিজি করার ব্যবস্থা। এ বছরের শেষের দিকে এই হাসপাতালের উদ্বোধন হওয়ার কথা। থাকবেন চারজন পশুচিকিৎসক ও একজন অপারেশন সার্জন। আরও থাকবেন বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের ৬৬ শতাংশ পড়েছে বাংলাদেশে আর ৩৪ শতাংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে এখন মিলছে ১০০টি বেঙ্গল টাইগারসহ অন্যান্য পশুপাখি।
ভারতে সুন্দরবন ছাড়া বাঘ রয়েছে উত্তরাখন্ডের জিম করবেট জাতীয় পার্ক, রনথম্বার জাতীয় পার্ক, বান্ধবগড় জাতীয় পার্ক, পেঞ্চ, কানহা, শতপুরা, পান্না, বন্দীপুর জাতীয় পার্কে। সবচেয়ে বেশি বাঘ রয়েছে উত্তরাখন্ডে। সংখ্যা ৫৬০।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-০৪