লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের আয়োজনে টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল, দাবা, লুডু এবং পিলো পাসিং খেলায় অংশগ্রহণকারীকে করে। টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট -২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান।
টিএইচএম-ভাইকিং টুর্নামেন্ট -২০২৩ এর ফুটবলে চ্যাম্পিওন হয়েছে টিএইচএম টাইগার এবং রানার আপ টিএইচএম থান্ডার। ম্যান অব দ্য ম্যাচ এবং গোল্ডেন গ্লাভস নির্বাচিত হয়েছে জাহেদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের ডাইয়ান। টুর্নামেন্টের লুডু খেলায় বিজয়ী হয়েছে শিক্ষার্থী ওয়াজি, দাবায় কেলবিন এবং পিলো পাসিং এ বিজয়ী আফিফ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম এবং এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল
Education care এবং একাত্তরের কথা।
সিলেটভিউ২৪ডটকম/শংকর/ইআ-১৫