শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোপারনিকাস অ্যাসট্রোনমিকাল মেমোরিয়াল অব সাস্ট (ক্যাম সাস্ট) এর পরিচালনায় অ্যাসট্রো কারনিভাল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

নিবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন এবং প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী। এসময় অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ৬০,০০০ টাকা সমমূল্যের পুরস্কার বিতরণ করেন।

এসময় প্রতিযোগিদের উদ্দেশ্যে কবির হোসেন বলেন, "তোমরা তোমাদের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম অব্যাহত রাখলেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারবে। প্রত্যেকের মাঝেই সুপ্ত  প্রতিভা বিদ্যমান থাকে।তাই পারি না, পারব না এ কথা চিন্তা না করে নিজের চেষ্টা অব্যাহত রাখবে"। 

এছাড়া  প্রধান বক্তা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তীব্র আলি শিক্ষার্থীদের সামনে  জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। 

এদিন সকাল থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এ তিন সেকশনে কুইজ, নিউরন টিসার (প্রবলেম সলভিং), পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এরআগে শুক্রবার স্নাতক শিক্ষার্থীদের জন্য অ্যাসট্রো অলিম্পিয়াড ও ওয়াটার রকেট প্রতিযোগিতা আয়োজিত হয়।

উল্লেখ্য, এসব প্রতিযোগিতায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিদের সকলকে  একটি করে অংশগ্রহণমূলক প্রশংসাপত্র প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/ইআ-১৫