বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক ও সফল অর্থনীতিবিদ । আওয়ামী লীগের রেখে ভঙ্গুর অর্থনীতিকে তিনি বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী একটি অবস্থানে নিযে আসতে পেরেছিলেন ।


জিল্লু ৫ সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপি নেতা মরহুম এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

 ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্বে করেন  পরিষদের সভাপতি লায়েকুল হাসান তরফদার। যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সন্চালনায় প্রধান বক্তা সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী বিশেষ বক্তা নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন।



বিশেষ অতিথি যুক্তরাজ্য এটিএন বাংলা ও বাংলা টিভি ইউ কে প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক কলমদর তালুকদার,  নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী,যুগ্ন আহবায়ক এ,জেড,এম জাহাঙ্গীর হাসাইন, ইমরান শাহ রন,ও আব্দুর রহিম । বক্তব্য রাখেন সাইফুর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি ও নিউইয়র্ক মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক সৈয়দ গৌছুল হোসেন,সংগঠনের সহ সভাপতি রশিদ আহমদ, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান খান, জুবায়ের খান জুয়েল, খলিলুর রহমান, কোষাধক্ষ্য রিপন মিয়া, তপদীর রায় বোরন, বিএনপির নেতা  মইনুদ্দীন নটু, ব্রঙ্কস ব্যুরো (পূর্ব  ) বিএনপির সদস্য সচিব  এম রহমান দুলাল ।


সভায় অন্যান্যের  মধ্যে  উপস্হিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ ,মানিকুজ্জামান মানিক, মোহাম্মদ আলী রাজা,  ব্রন্কস (পশ্চিম)  বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম ভুইয়া,ব্রন্কস (পুর্ব  )বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মমতাজ উদ্দীন  বিএনপির নেতা  আক্তারুজ্জামান হ্যাপী, সামছুদ্দীন বেলাল,হাফিজ উদ্দীন ,আবুল কালাম আজাদ,মোঃ ফুল মিয়া,কবির আহমেদ ফারুক, তোজাম্মেল হক তোতা, টিটু চৌধুরী, মো. আলী আশরাফ ভুইয়া, মফিজ উদ্দীন মাছুম,ব্রন্কস (পশ্চিম) বিএনপির সদস্য সচিব মো. সোলায়মান যুগ্ন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্বা আবুল মনসুর, হারুনুর রশিদ, এনায়েত খান,মমতাজ আহমেদ(পুলিশ) খালেদ সাইফুলাহ ,মোঃ কামাল আহমদ, সৈয়দ আব্দুল বাছিত,আব্দুল মুক্তাদির,আব্দুল হক,হাজী ইসহাক শেখ, হোসাইন ইসলাম মিটু, হাজী আব্দুল মজিদ, রাজ্জাক মুন্না, মো. আহমেদ, এম এ মজিদ,মনিরুল ইসলাম আলমগীর, মো. হোসাইন রুবেল, মির্জা জোহাদ, ইমন হোসেন, মোজাম্মেল হক, হাজী আজিজুল হক প্রমুখ। 


বিপুল সংখক নেতা কর্মি ও সাইফুর প্রেমী ভক্ত বৃন্দের উপস্হিতিতে পার্ঠিহল ছিলো কামায় কানায় পুর্ন। 
প্রধান অতিথি ছিলেন সাইফুর রহমানের খুব কাছের এবং স্মৃতিচারন করতে গিয়ে বলেন ব্যাট  প্রতা চালু করায় আওয়ামিলীগ সরকার তখন তার বিরুদ্ধে অবস্হান নিয়েছিল আজ বাংলাদেশ তার সুফল ভোগ করছে, সেই সাথে বক্তাগন বর্তমান ফ্যাসিস্ট সরকারের সমালোচনা ও করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা বাজার জামে মসজিদের ইমাম এবং অনুষ্টান শেষে বেগম খালেদা জিয়া,তারেক রহমানের জন্য দোয়া এবং মরহুম এম সাইফুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মো. রশিদ আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৫