বড়লেখা উপজেলার রেমিট্যান্স যোদ্ধাদের আর্তমানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ও ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টায় স্থানীয় এক হোটেলে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের আরব আমিরাতে অবস্থানরত সদস্যবন্দ এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা,৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংবর্ধিত ব্যক্তি ছালেহ আহমদ জুয়েল,বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি ফখরুল ইসলাম, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও আরব আমিরাতে অবস্থানরত বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভউ২৪ডটকম/আশরাফ/ইআ-০৮