বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খানকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরনে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

 


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ অনতিবিলম্বে গৌছ খানের মুক্তি দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দমন,পীড়ন, মিথ্যা মামলা ও গ্রেফতার করে ফ্যাসিবাদের পতন ঠেকানো যাবেনা।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত