নিজস্ব প্রতিবেদক, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখার সমাজসেবী সংগঠন কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল সাজুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ হোসেন আজাদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সুজানগর পাথরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক রাসেল, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাসুদ আহমেদ শাহীন, পরামর্শক নাজিম উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী কয়েস আহমেদ, শিক্ষক শরিফ উদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রনি, সহসভাপতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মুন্না, সহশিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক হোসাইন আহমদ জীবন।
এসময় উপস্থিত ছিলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গৌছ উদ্দীন, শিক্ষানুরাগী সামুন আহমেদ, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, অভিভাবক সদস্য আসাদ আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরান আহমেদ, মুহিবুর রহমান, সহশিক্ষা সম্পাদক ফরহাদ আহমেদ তানিম, প্রচার সম্পাদক ইকবাল আহমেদ, মর্তুজ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাবের আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক হোসাইন আহমেদ জীবন, জামিল আহমেদ, সহআইসিটি সম্পাদক হানিফ আহমেদ, সহস্বাস্থ্য সম্পাদক রুম্মান আহমেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ শাম্মু, ক্রীড়া সম্পাদক শাহজাহান চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সদস্য হোসাইন আহমেদ, আবিদ আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু