আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলুকে গ্রেফতার করেছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শক্রবার (১৬ সেপ্টম্বর) রাত পৌঁণে ১টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে তোর বাড়ি থেকে গ্রেফতার করে।
মোল্লা ফজলু গোলাপগঞ্জ থানা এলাকার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ আখমল আলীর ছেলে।
শনিবার (১৬ সেপ্টম্বর) সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টম্বর রাত পৌঁণে ১টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, গোলাপগঞ্জ জিআর- ১৮১/১৮ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
এছাড়াও সে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-১১, তাং- ০৯/১০/২০১৮, ধারা- ৩৯৪ পেনাল কোড। গোলাপগঞ্জ মডেল থানার ২০১৬ সালের ২০ ডিসেম্বর মামলা নং-১৩, গোলাপগঞ্জ মডেল থানার ২০২২ সালের ১০ জানুয়ারি মামলা নং-০৬ মামলার আসামী।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৬