ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত হয়েছে 'কমিউনিটি আই সেন্টার'। এটি জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের একটি কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার স্থাপিত হওয়ায় এই অঞ্চলের চক্ষু সমস্যাজনিত জনগোষ্ঠীর সহজেই চিকিৎসাসেবা পাওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার সূত্রে জানা যায়, এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও গত ২১ আগস্ট থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। এযাবৎ বিনামূল্যে সেবাপ্রাপ্ত ১৭৫ জনের ১১১জনই চলতি মাসে সেবা নিয়েছেন।
কমিউনিটি আই সেন্টারের সিনিয়র স্টাফ নার্স হামিদা আক্তার ও ভিক্টোরিয়া মারাক জানান, আমরা ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতাল থেকে চক্ষু চিকিৎসার উপর তিন মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে কমিউনিটি ভিশন সেন্টার চালুর করার পর থেকেই এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি।
তারা আরো জানান, কমিউনিটি আই সেন্টারে প্রাথমিক সেবাসহ সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশু চক্ষু রোগ, চোখের আঘাতসহ অন্যান্য জটিল রোগ সনাক্তকরণ এবং টেলি-কনসালটেশনের মাধ্যমে বেইজ সেন্টারে কর্মরত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রেফারেল এর মাধ্যমে অপারেশন ও প্রয়োজনীয় অনুসন্ধানসহ চক্ষুচিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ঔষুধসহ পাওয়ার চশমা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা সেবা নেওয়া উপজেলা সদরের মাছিমপুর গ্রামের ষাটোর্ধ রহিমা বেগম বলেন, ‘উপজেলার হাসপাতালেই চিকিৎসাসেবা নিতে পেরেছি। এর আগে এমন সুবিধা ছিলনা। হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপিত হওয়ায় আমি বেশ উপকৃত হয়েছি।’
বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের সফিকুল ইসলাম (৫৩) বলেন, ‘আগে প্রাথমিক চক্ষুরোগ নির্ণয়ের জন্য সুনামগঞ্জ জেলা সদর কিংবা বিভাগীয় শহরে যেতে হতো। এখন হাতের নাগালেই চক্ষু চিকিৎসাসেবা পাচ্ছি।’
দোহালিয়া ইউনিয়ন থেকে সেবা নিতে আসা রূপা রানী দাশ (৪২) ও বীনা রানী চন্দ্র (৪০) বলেন, ‘আমরা এখন বাড়ির কাছেই কম সময়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পাচ্ছি। বিনামূল্যে ওষুধও পাচ্ছি। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান বলেন, ‘সরকার দেশের প্রত্যন্ত এলাকার মানুষের দোড়গোরায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌছে দেওয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার স্থাপিত হয়েছে। এটি একটি স্বতন্ত্র চক্ষু চিকিৎসাসেবা কেন্দ্র। যেখানে কর্মরত দুজন সিনিয়র স্টাফ সেবিকা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীর যাবতীয় তথ্য পাঠান এবং রোগীর সঙ্গে বিশেষজ্ঞকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার স্থাপিত হওয়ার পর থেকে প্রতিদিনই চক্ষু রোগীরা সেবা নিতে ভীড় জমাচ্ছেন এবং বিনামূল্যে ঔষুধ সামগ্রী ও চশমাসহ চক্ষুসেবা নিচ্ছেন।'
সিলেটভিউ২৪ডটকম/ তাজুল /নাজাত