সিলেটের কানাইঘাট উপজেলার লোভা নদীতে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছে প্রায় ২ মণ ওজনের বাঘাইড় (বাঘ মাছ)। মাছটি নিলামে বিক্রি করা হয়েছে ৬০ হাজার টাকায়।
 

শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী লোভা নদীতে বাঘাইড় মাছটি ধরা পড়ে।
 


স্থানীয় লোকজন জানিয়েছেন, ২ মণ ওজনের বাঘ মাছটি নদীর কিনারায় চলে আসে। এ সময় বড়গ্রামের আব্দুল্লাহ, আহমদ হোসেন ও সাউদগ্রামের নাহিদ সহ কয়েকজন বিরল প্রজাতির এ মাছটি দেখতে পান। পরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাঘ মাছটি ধরে ফেলেন। মাছটি ওজন করা হলে ৭৯ কেজি ৩০০ গ্রাম হয়। নিলামে বিশাল আকারের এ বাঘমাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। বাঘমাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা লোভা নদীর তীরে ভিড় করেন। অনেকে বাঘমাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
 

স্থানীয় লোকজন জানান, লোভানদী ভারত থেকে উৎপত্তি। প্রায়ই স্বচ্ছ জলধারার লোভা নদীতে শুকনো ও ভরা মৌসুমে বাঘ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

 


সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-৩৩৯