'সেবা ও উন্নতির দক্ষ রুপকার' উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ছাতকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ৩দিন ব্যাপী উদ্ভোধনীর প্রথম দিনে ফিতা কেটে উদ্ভোধন শেষে র্যালী ও আলোচনা সভা উপলক্ষে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী'র সভাপতিত্বে উপজেলা ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবিবের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য সরকারের মাঠ পর্যায়ে উন্নয়নের চিত্র তুলে ধরেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আফছর আহমদ।
আলোচনা সভায় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাতক কলেজের সাবেক মঈন আহমদ, ছৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াস আহমদ, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আওলাদ আলী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সেচ্চাসেবক লীগের সাংগঠনিক সমম্পাদক মঞ্জুর আলম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সৈয়দ জিয়াউর রহমান, গীতা থেকে পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী কার্যালয়, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়, ছাতক পৌরসভা সহ উন্নয়ন মেলায় উপজেলার ১৩টি ইউনিয়ন এতে অংশ গ্রহন করে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা প্রতিটি স্টাল ঘুরে দেখেন পরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ঘুরে দেখে উপজেলা প্রকৌশলী আফছর আহমদের প্রশংসা করেন সকল কর্মকর্তারা। মেলার এই স্টলগুলো থেকে সেবা নিতে পারবেন জনসাধারণ।
সিলেটভিউ২৪ডটকম/শংকর/নাজাত