সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ‌‘উন্নয়ন মেলা ২০২৩’।
 

রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী মেলায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হবে।
 


মেলার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের নিবিড় সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
 

মেলার উদ্বোধনে প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, এ সরকারের আমলে অবকাঠামো খাতে নজিরবিহীন উন্নয়ন সাধিত হয়েছে।  গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে এতো বেশি পাকা রাস্তা হয়েছে যে এখন রাস্তা পাকা করার মতো আর কোন রাস্তা খুব একটা চোখে পড়ে না। এ দিবসের মাধ্যমে মাটি ও মানুষের আরো কাছাকাছি যাওয়া এবং জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে।
 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করার অনুরোধ জানান।
 

প্রধান বক্তা উপজেলা চেয়ারম্যান মঞ্জর কাদির শাফি (এলিম) বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের জনগণ। এ মেলা উদযাপনের মধ্যে দিয়ে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের  মাঝে সেতুবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি আরও সহজতর ও ঝামেলামুক্ত হবে। স্থানীয় সরকার  এর বিভিন্ন স্তরের সম্মিলিত প্রচেষ্ঠায় অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদনমুখী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।
 

মেলা ‍উপলক্ষে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ইউনিয়ন চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
 

সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মিজ্ মৌসুমী মান্নান মেলাকে প্রাণবন্তভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪১