প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৮তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ গ্রহণ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নিউইর্য়কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ আজ (রবিবার) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ সময় সল্পতার কারণে গোয়াইনঘাট উপজেলাবাসীর সাথে সাক্ষাৎ করতে না পারায় আন্তরিক ভাবে দূংখ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গোয়াইনঘাট উপজেলাবাসীকে সালাম জানিয়ে দোয়া কামনা করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার শারিরীক চেক আপ,পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর ৭৮তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ গ্রহণ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে নিউইর্য়কে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্টানে যোগদানের উদ্দ্যশ্যে আজ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।
তিনি বলেন, “বর্তমান এ ডিজিটাল যুগে দেশের সাথে, বিশেষ করে এলাকার খোঁজ খবর বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে, উপজেলা প্রশাসন, ডিসি মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব, যেটা আমি অতীতেও করেছি। আমি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম বছরে ১ মাসের উপর বাহিরে থাকবো না এবং উপজেলা সদরে থেকে আপনাদের সেবা দিয়ে যাবো, বিগত ৪ বছর আমি আমার কথা রেখে আসছি এবং শেষ বারের মতো আপনাদের সহযোগীতা কামনা করছি। ইনশা আল্লাহ এবার ৩০ দিনের জন্য যাচ্ছি, আমি যাতে সুস্থ্যভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি।আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এটাই আমার প্রত্যাশা। অতীতের ন্যায় জরুরী প্রয়োজনে হুয়াইটসঅ্যাপ এবং মেসেন্ঞ্জারে যোগাযোগ করতে পারেন। সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিধায় আন্তরিকভাবে দু:খিত।”
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-৩৬৪