বাজারে অস্থিরতা কমাতে সরকার পণ্যের দাম বেঁধে দিলেও তা এখনো কার্যকর হয়নি। বেপরোয়া আলু, পেঁয়াজ, ডিমের বাজার। সরকারের নির্ধারিত দামের প্রতিফলন নেই বাজারে। বিক্রি হচ্ছে বাড়তি দামে। সরকারের বেঁধে দেওয়া দাম ব্যবসায়ীরা মানছেন না।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মহানগরীর বেশকয়েটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ডিমের দাম ১৫০ থেকে ১৫৫ টাকা বিক্রি হচ্ছে। সরকার অন্য আরও দুটি পণ্যেরও দাম বেঁধে দিয়েছে পেঁয়াজ ও আলু। এ দুটি পণ্যও সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না।
খুচরায় প্রতি কেজি আলুর সরকার নির্ধারিত দাম ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু সিলেটের বাজারে ৪০ থেকে ৪৫ টাকার বিক্রি হচ্ছে। অর্থাৎ এক কেজি আলুতে অন্তত ১৪ টাকা বেশি দিতে হচ্ছে।
দেশি পেঁয়াজের সরকার নির্ধারিত দাম ৬৪ থেকে ৬৫ টাকা কেজি। তবে খুচরা বাজারে এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। অর্থাৎ বেঁধে দেওয়া দামের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি।
অনেক বিক্রেতারা বলছেন, তারা সরকারের নির্ধারিত এ দর সম্পর্কে কিছু জানেন না।
আবার কেউ কেউ বলেছেন, সরকার যে দরে ডিম, আলু, পেঁয়াজের দর নির্ধারণ করেছে তাতে বিক্রি করা সম্ভব নয়। সরকার যে দাম ঠিক করেছে, সে দামে ডিম বিক্রি করতে গেলে লোকসান করতে হবে। পাইকারি বাজারে ডিমের দাম কমলে তখন কম রাখা সম্ভব হবে। এখন খুচরা ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
ক্রেতারা বলছেন, সরকার দাম বেঁধে দিলেও ব্যবসায়ীরা তো মানতেছে না। তাদের মনমতোই দাম বাড়াচ্ছে। বৃহস্পতিবার পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও আগের দামেই বিক্রি করছে। ঘটনা হলো বাজার মনিটরিং কম হচ্ছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন।
এরপর গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে সরকারের বেঁধে দেওয়া দাম তদারকিতে বাজার অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সরকারের বেঁধে দেওয়া দামের প্রভাব এখনো পরেনি সিলেটের বাজারে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-৩৬৬