বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক এম হাফিজুর রশিদ সিলেট-কোম্পানিগঞ্জ সড়কের সালুটিকরে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..।)
 

হাফিজুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
 


১৭ সেপ্টেম্বর (রবিবার) সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ সাক্ষরিত এক শোকবার্তায় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, হাফিজুর রশিদের মৃত্যুতে আমরা পুরো জাতীয়তাবাদী পরিবার শোকাভিভূত, চলমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সামনের সারির একজন নিবেদিত সৈনিক ছিলো হাফিজুর, হাফিজুরের এই অভাব কখনো পূরণ হওয়া নয়।
 

নেতৃবৃন্দ মরহুম এম হাফিজুর রশিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 

উল্লেখ্য, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সিলেট-কোম্পানিগঞ্জ সড়কের সালুটিকরে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬৭