সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ইসলামি চিন্তাবীদ মাওলানা কামরুল ইসলাম ছমির।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ সভাপতি মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ, মোহাম্মদ কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক শিপন আহমদ, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুন নূর, বিএনপি নেতা তখদ্দুছ আলী, তজম্মুল আলী, নিজাম উদ্দিন, আশিক আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, তানভির আহমদ, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক ময়নুল হক, শাহ লিলু, সজিব মিয়া, ফিরোজ আলী, আশক আলী, যুবদল নেতা সুলতান খান, লাকি মিয়া, রিপন আহমদ, কয়েছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তছলিম আলী, আরশ আলী, আব্দুল গণি, সালেহ আহমদ, সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদল নেতা মাসুম আহমদ, আরিফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩৬৯