সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে। আর এই গরু চুরির কারণে অনেক কৃষক পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। এই উপজেলায় আশঙ্কাজনক হারে গরু চুরি বেড়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।  রোববার ভোররাতেও উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও থেকে মো. আলী পাঠান নামে এক ব্যক্তির তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে একটি গাভি, একটি ষাঁড় ও একটি বাছুর । যার বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন চুরি হওয়া গরুর মালিক।

স্থানীয়রা জানান, মো. আলী পাঠান শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরের দরজা ভেতর দিয়ে লাগিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান, গোয়ালঘরের দরজা খোলা ও তিনটি গরু ঘরে নেই।



পাঠান একজন বর্গাচাষি। চুরি হওয়া গরু দুইটি দুই মহাজনের কাছ থেকে বর্গা নেয়া। এটাকে অবলম্বন করেই তিনি সংসারের খরচ জোটাতেন। পরিবারের একমাত্র আয়ের উৎস তিনটি গরু চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পাঠান।


অপরদিক, উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরেই গরু চুরির উপদ্রব বেড়েছে। আর গরু চুরির কারণে অনেক কৃষক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। তবে এ বিষয়ে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫