সিলেটের গোলাপগঞ্জে দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খানমের অবসরজনিত বিদায় উপলক্ষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার দুপুর ২টায় দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও শিক্ষক জাকের আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, আবদুল আজাদ, শিক্ষানুরাগী হোসেন আহমদ, শিক্ষিকা সুলতানা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক ফারহান মাসউদ আফছর। এসময় বিদায় উপলক্ষে নিজের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন, শিক্ষিকা মাহমুদা খানম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক খালেদা খানম ডলি, সমাজসেবক রেমল আহমদ, বিদায়ী সহকারী শিক্ষিকা মাহমুদা খানমের স্বামী মো: আজিজুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আবুল কায়ের মুরাদ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি