মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত পিতা-পুত্রের মধ্যে পিতা রকিব আলী বালিম (৫৫) রবিবার রাত ২.২৫ ঘটিকায় সিলেট আল হারামাইন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই (বনগাঁও) গ্রামের বাসিন্দা মো: রকিব আলী বালিম রবিবার দুপুরে তার ছেলে রুকনুজ্জামান (২২) কে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে বাছিরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত রিক্সা সড়করে উপর ঘুরিয়ে পিছন দিকে যায়। তখন পিছন থেকে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন রাখতে না পেরে সজোরে রিক্সার সাথে ধাক্কা খায়। এতে সাইকেল আরোহী পিতা-পুত্র আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রুকনুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও মাথায় প্রচন্ড রক্তকরণের ফলে বালিমের শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু ওই হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় আল হারামাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ২.২৫ ঘটিকায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সিলেটভিউ২৪ডটকম/ মঞ্জুরে/ নাজাত