সিলেটের জালালাবাদ এলাকায় ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
 
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) জালালাবাদ থানাধীন বাংলাদেশ মেরিন একাডেমির সামনে চেকপোষ্ট করাকালে এসব পণ্য জব্দ করা হয়।

 


পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানাধীন বাংলাদেশ মেরিন একাডেমির সামনে চেকপোষ্ট করাকালে ১টি পিকআপ গাড়ীতে ভারতীয় পণ্য জব্দ করা হয়। পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মো. আশিক আলী (৩২) একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত