যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা এম এ মালেকের শ্বশুর  হাজি রইস আলীর এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম।

হাজি রইছ আলী সিলেট নগরীর পাঠানটুলায় অবস্থিত সানরাইজ কমিউনিটি সেন্টার ও সানরাইজ টাওয়ারের প্রতিষ্ঠাতা।


হাজি রইছ আলীর জানাজার নামাজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর সাউথএন্ড সি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/পিডি