হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারার শাখা নদীর সুজনী খাল জলাশয়ে অবৈধ উপায়ে মাছ শিকারের সময় ভ্রাম্যমাণ আদালতে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও একটি বেড় জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুর দুই টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান ও জাল জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সুজনী খাল জলাশয়ে অবৈধ পন্থায় মাছ শিকারের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ মোতাবেক দুই জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও ১ টি বেড় জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/ইআ-১১