সিলেট নগরী থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পার্শ্বে চন্দ্রিকা মাকের্টে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. আলী (২৩), রুবেল মিয়া (২৮), নয়ন মিয়া (৩০), মো. রমিজ (১৯), জাবেদ মিয়া (৪৮), মো. সুজায়েল মিয়া (৩৫), মো. সুরুজ আলী (৪৫), কাউছার মিয়া (৩৪), মো. শূয়াইবুর রহমান (৩১), মো. জুবায়ের (২১), মো. মুক্তার হোসেন শেখ (৫০) গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামীগণের হেফাজাত থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৫৮২/২০২৩ মামলা দায়ের করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১২