প্রধান অতিথির বক্তব্য মুহিবুর রহমান রহমান মানিক বলেছেন, দেশে ব্যাপক উন্নয়নে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা আর কখনো হয়নি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ছাতকের ছৈলা ইউনিয়নের শিবনগর গ্রামে প্রায় ১ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শিবনগর (কটিরমারখাল) থেকে বাংলা বাজার রাস্তার কাজের শুভ সূচনা উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ।
সমাবেশে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন চেয়ারম্যান গয়াস আহমদের সভাপতিত্বে উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ।
মুহিবুর রহমান মানিক আরও বলেন, কটিরমারখাল এই রাস্তায় যানবাহন কি মানুষ হাটাচলাফেরা করতে পারেনি এখন গাড়ী চলবে নির্বিঘ্নে। এছাড়াও ১৬টি সেতুর কাজ শুধো ছাতক উপজেলায় চলমান রয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী ছাতক দোয়ারা বাসীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাই আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পূর্ণরায় নির্বাচিত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসাইন, শিবনগর এলাকার বাসীর পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান জুসেফ, অলিউর রহমান রুবেল, আব্দুল মতিন মেম্বার।
সভার শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আল মাছুম।
উপস্থিত ছিলেন- ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, উপজেলা ইঞ্জিনিয়ার আফছর আহমদ, বদর উদ্দীন, আওয়ামী লীগ নেতা কাওছার আহমদ, আওয়ামী লীগ নেতা শামিম আহমদ, সেচ্চাসেবকলীগ নেতা কৃপেশ চন্দ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, জেলা ছাত্রলীগ নেতা পাপলু মিয়া, শ্রমিকলীগ নেতা আশিক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, বলরাম দে, আতিক মিয়া, যুবলীগ নেতা চন্দন আহমদ, মেম্বার আবু তাহের, আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফসুস মিয়া, আজিজুর রহমান প্রমুখ।
সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিবনগর গ্রামবাসী।
সিলেটভিউ২৪ডটকম/শংকর/এসডি-৩৯০