দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র ২০২৩-২০২৫ মেয়াদের কেন্দ্রীয় কাউন্সিলে সিলেট কেন্দ্রে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন প্রকৌশলী ড. জহির বিন আলম।

 


এছাড়াও কেন্দ্রীয় কাউন্সিলের শূণ্য পদ পূরণে সিলেট কেন্দ্র হতে কেন্দ্রীয় কাউন্সিলে আরও চারজনের নাম মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন আইইবি'র সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু।

সিলেট কেন্দ্র হতে মনোনীত বাকি চারজন হলেন ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে প্রকৌশলী লিটন নন্দী, ভাইস-চেয়ারম্যান (প্রশাসনিক ও পিএন্ডডব্লিউ) প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রকৌশলী মো. সাহিদ আলী। 

 

প্রকৌশলী মো. সাহিদ আলী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকোশলী হিসেবে কর্মরত। শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে আইইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার হলেন।

‘উন্নত জগৎ গঠন করুন’ এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে  পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / পিডি