সিলেট নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বিএনএ ওসমানী হাসপাতাল শাখার নেতৃবৃন্দকে। 

 


মঙ্গলবার স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃবৃন্দ প্রথমে ফুল দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াকে শুভেচ্ছা জানান। পরিচালককে ফুল দেওয়ার সময় উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সেবা তত্ত্বাবধায়ক মোছাম্মৎ রিনা বেগম ও বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক উপস্থিত ছিলেন। 

 

এরপর স্টুডেন্ট নেতৃবৃন্দ সেবাতত্ত্বাবধায়ক মোছাম্মৎ রিনা বেগম এবং বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। 

 

বিএনএ’র সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উপদেষ্টা মো. গোলাম রাব্বানী, মো. জসীম উদ্দিন সরকার, আনোয়ারা বেগম, রেখা রাণী, ভ্রান্তি বালা দেবী, নিলুফার ইয়াসমিন, সহ-সভাপতি আছমা আক্তার খানম, মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দেব, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান ও তক্বী তাহমীদ।


নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি হৃদয় চক্রবর্তী, সহসভাপতি আনাছ হোসাইন সাকিব ও আবু সাইদ নিবিড়, সাধারণ সম্পাদক হালিমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুতুব মিয়া ও সজীব ঘরামী, সাংগঠনিক সম্পাদক অলক বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ ও পুর্ণিমা সুত্রধর, অর্থ সম্পাদক শিমলা রুমি, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মো. আবু নোমান, মেহেদী হাসান, রুবাইয়া আক্তার, ফারহানা আক্তার জুলি, তন্নী বেগম, দপ্তর সম্পাদক কাজী রাজী উদ্দিন রাজু, সহ দপ্তর সম্পাদক রকিবুল হোসেন, প্রচার সম্পাদক হরিধন দাস, সহ-প্রচার সম্পাদক ব্রজেশ্বর বিশ্বাস, মো. জুয়েল মিয়া, আফসানা আক্তার জেরিন, আবাসিক শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক মিস সোনিয়া খাতুন, সহ-আবাসিক শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক রাহাত আরা আখন্দ, সানজিদা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক নুসরাত জাহান চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু রায়হান, বিজ্ঞান ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-বিজ্ঞান ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সানজিদা আক্তার হৃদি, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিয়া সুলতানা, সহ-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজনীন জাহান ইমা, রাব্বি জাহান বিউটি, পূর্ণতা কর, কার্যনির্বাহী সদস্য সৌরভ দাস, কাজী রিফাত বিন রহমান, শতাব্দী রায়, আফরিনা আক্তার নোভা, দীপ দাশ, ইয়াছিন মিয়া, সাদিয়া খানম লিপি।

 

এসময় বিএনএ নেতৃবৃন্দও সিলেট নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নবগঠিত কমিটির নেতবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনএ নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি