সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সমাজসেবক ও প্রাণীপ্রেমি ছয়েফ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পরে দিঘিরপাড় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে তার লাশ দাফন করা হয়।


তার জানাজার আগে বিশিষ্টজনদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সেলিম উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন- মরহুমের ভাই হাবিল আহমদ চৌধুরী। জানাজায় ইমামতি করেন মাওলানা মেহেদী হাসান।

জানাজার নামাজে অংশ নেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদারসহ আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ।

উল্লেখ্য গত সোমবার  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ছয়েফ আহমদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ছয়েফ চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বড়বাড়ি।

তিনি পেশায় একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তাঁর পশু পাখির প্রতি একটা ভালবাসা ছিল। সেই ভালোবাসা থেকে তিনি নিজ বাড়িতে মিনি চিড়িয়াখানা গড়ে তোলেন। চিড়িয়াখানাটিতে হরিণ, উট পাখি, ইমু,  ময়ূরসহ বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। ছয়েফ চৌধুরীর শখের চিড়িয়াখানাটি দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী তার বাড়িতে আসেন।

সিলেটভিউ২৪ডটকম/আফসর/পিডি