সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক কর্মী সৈয়দ মুকিত উদ্দিন পরশের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। এসময় ঘরের প্রতিটি কক্ষ পুলিশ তছনছ করার অভিযোগ করেছে পরশের পরিবার। 

বৃহস্পতিবার রাতে তার সিলেট মহানগরের উপশহরস্থ বাসায় পুলিশ তল্লাশি চালায়। পরশের গ্রামের বাড়ি হবিগঞ্জের বড়বাজারের বানিয়াচং গ্রামে।


পরশের পারিবার জানায়, সিলেট সরকারি কলেজে পড়াশুনা করার সময় সে ছাত্রদলের একনিষ্ট কর্মী ছিল। কলেজ কমিটির একজন সদস্য হিসেবে সে দলের সভা-সমাবেশে উপস্থিত থাকত। বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার নিখোঁজ হওয়ার পর সে বিভিন্ন মিছিলে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে সে আয়ারল্যান্ডে অবস্থা করলেও বাসায় তাকে খুঁজতে এসেছে পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম / জে.এ.সি