হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ইন্টার্ন নার্সরা। রোববার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে তারা এই কর্মসূচী পালন করেন।

 


এ সময় বক্তারা বলেন, ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ রয়েছে। বিনা বেতনে তারা রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সরকার দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রুদ্র চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নমিতা রানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মো. শাওন, সাদী, তানজিনা, চৈতি, রাকিব প্রমূখ। 

 

সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া/নাজাত