সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে মন্দির ভিত্তিক ২৪ টি পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১ অক্টোবর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ থানার হল রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সহ-সভাপতি ননী গোপাল দাস, থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাস, এসআই ইয়াসিন মুন্সি, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, শফিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার পুল্টন, সনাতন সংঘ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কেশব দেব,পঞ্চগ্রাম পূজা কমিটির সভাপতি লিংকন তালুকদার, দেবগ্রাম পূজা কমিটির সাধারন সম্পাদক অনিক দেব ও নগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নিতাই দাস প্রমুখ। এসময় উপজেলার ২৪ টি পূজা মন্ডপের সভাপতিসাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম /সামুয়েল/নাজাত