আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মনির হোসাইন। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ফরম জমা দেন তিনি। এর আগে শনিবার দুপুরে মনির হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম জমা দিয়ে তিনি বলেন, আমি আশাবাদি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সিলেট-৩ আসনে আমাকে সুযোগ দিবেন। আমার যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহাকে মূল্যায়ন করে আমাকে যদি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন তাহলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সর্বসাধারণের ভোটে বিজয়ী হয়ে সিলেট-৩ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ।
জানা যায়, গত দুই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ছিলেন মনির হোসাইন। এবারও তিনি এ আসন থেকে চাচ্ছেন দলের মনোনয়ন। এ লক্ষ্যে তিনি গত কয়েক মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি-মহলের সঙ্গে মতবিনিময়, আলোচনা, উঠানবৈঠক এবং গণসংযোগ করছেন বেশ কয়েক মাস ধরে। এছাড়াও এ তিন উপজেলাসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচিতে করছেন অংশগ্রহণ।
সর্বোপরি গত এক যুগেরও বেশি সময় ধরে সহায়তা নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গরিব-দুঃখী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন মনির হোসাইন। অব্যাহত রয়েছে তাঁর এমন সমাজসেবামূলক কার্যক্রম।
মনির হোসাইন বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া ছাত্রত্বকালে মনির হোসাইন ছিলেন সিলেট মদন মোহন কলেজ ও সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর