দ্বাদশ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) উপজেলা সংসদীয় আসনে ছাতক উপজেলার ৬ জন নৌকা প্রত্যাশী নেতারা এই মনোনয়নপত্র কিনেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক (বর্তমান এমপি) ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
বিশস্থ সূত্রে জানা যায়, ফরম বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ ০৫ সংসদীয় আসনে ফরম সংগ্রহ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সদস্য ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ মো. আখতার আহমদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সহিদ মুহিত ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আনিসুজ্জামান আজাদ ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান নানু এই ৪জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/শংকর/এসডি-৪১২