যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে কেন্দ্রিয় কার্যালয় থেকে রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জগন্নাথপুর উপজেলার সৈয়দ পুর গ্রামের কৃতিসন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুক সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় দীর্ঘ দিন ধরে গনসংযোগ করছেন।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “আমি ছাত্র জীবন থেকে বঙবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্হাশীল। দলের মনোনয়নের ব্যাপারে আমি খুবই আশা বাদী। আমি সকলের দোয়া প্রত্যাশী।”
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-৪১৩