শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ওই বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের সদস্যরা।
রবিবার (১৯ নভেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ, সহ-সভাপতি জোনাঈদ মিসবাহ, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক রহিমা পারভীন রুহি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, দপ্তর সম্পাদক শাফিন হোসেন, তথ্য সম্পাদক মো. আরমান মিয়া, মহিলা সম্পাদক হাবিবা আক্তার, উপ-সমাজকল্যাণ সম্পাদক মো. ইসফাক আলী, সহকারী কোষাধ্যক্ষ শাহরিয়ার তালুকদার, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক মোছা. জিন্নাতি সিদ্দিকা , সহকারী সাংগঠনিক সম্পাদক দীপাঙ্কর রায়।
এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক জুবােদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ , কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্র, নূর আলমসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সঞ্চালনের সভাপতি শাহরিয়ার মাহমুদ বলেন, সঞ্চালন একটি রক্তদানমূলক সেচ্ছাসেবী সংগঠন। আমরা সব সময় সংকটাপন্ন মূহুর্তে মানবতার সেবায় হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করি। সঞ্চালন প্রতি মাসে বিনামূল্যে মুমূর্ষু রোগীদের ৬০-৭০ ব্যাগ রক্ত সরবরাহ করে।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ইত্যাদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সঞ্চালন। এসব সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে শাবি প্রেসক্লাবের সহযোগিতা কামনা করেন তিনি।
শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রৌদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোন ধরনের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-৪১৪