দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২২৫ সুনামগঞ্জ-২ এর মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রবিবার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সিলেট বিভাগের বুথ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ব্যারিস্টার ডাল্টন।
এসময় তিনি দিরাই শাল্লা সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪১৬