সরকার পতনের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার (২০ নভেম্বর)। সিলেটে হরতালের দ্বিতীয় দিন ঢিলেঢালাপালিত হচ্ছে। সকাল থেকে সিলেট নগরীতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় গাড়ির সংখ্যাটা অনেক কম।
সকাল সাড়ে সাতটায় সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এছাড়া নগরীর অন্যান্য সড়কে হরতাল সমর্থনকারীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। দু-এক জায়গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হরতালবিরোধী মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে।
সিলেটে হরতালের দ্বিতীয় দিন স্বাভাবিকের তুলনায় দুরপাল্লার বাস চলাচল কম। দুরপাল্লার বাস চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। এছাড়াও বন্ধ ছিল নগরীর প্রধান কয়েকটি পয়েন্ট সংলগ্ন বিপনী বিতান ও দোকানপাট ।
হরতালে যেকোনো ধরনের বিশৃঙ্খলতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে ৪৮ ঘণ্টা হরতাল শেষে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধ দেয়ার চিন্তা করছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনটির হরতাল কর্মসূচির শেষদিন আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দিয়েছিল দলটি। এরপর থেকে পাঁচ দফায় ১০ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো। পঞ্চম দফা অবরোধের শেষ দিন নতুন করে হরতাল কর্মসূচি ঘোষণা করে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। গত রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল চলছে। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি