মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। রবিবার (নভেম্বর) আওয়ামী লীগ কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন এমপি হাবিব।
এসময় তিনি বলেন, দল যদি আমাকে নৌকার নমিনেশন দেয় তাহলে তিনি এই আসন তথা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বাসীর জন্য কাজ করে যাবো।
তিনি আরও বলেন, যদি আমি এই আসনে এমপি হতে পারি তাহলে সিলেট-৩ আসনকে একটি নান্দনিক সিলেটে রূপান্তর করব।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত